বর্তমান সময়ে সারাবিশ্বের অন্যতম ট্রেন্ডিং দক্ষতাটির নাম প্রোগ্রামিং।
এর মূল কারণ আমরা সবাই জানি, বর্তমান প্রযুক্তিনির্ভর প্রজন্ম ও ভবিষ্যতের সম্পূর্ণ প্রযুক্তিনিয়ন্ত্রিত সিস্টেম।
যেকোন কাজেই আমরা নিজেরা সংযুক্ত হওয়ার চেয়ে তা যন্ত্র নিয়ে আদায় করে নেবার চেষ্টা করি বেশী। সেকারণেই বিভিন্ন ক্ষেত্রভিত্তিতে যন্ত্রচাহিদা বাড়ছে অনেক।
আর প্রযুক্তিবিদরা আজকাল শুধু যন্ত্র বানিয়ে ক্ষান্ত দিচ্ছেন না, চাচ্ছেন সেই যন্ত্র মানুষের নির্দেশের অপেক্ষা না করে নিজেই অনেক কিছু বুঝে বুঝে কাজ করে ফেলুক আর সেসব বুদ্ধিমান যন্ত্রে (কৃত্তিম বুদ্ধিমান আরকি!) প্রোগ্রামিং করে দিতে হয়।
আমরা যেন সেই বুদ্ধিমানদের লাগাম হাতে নিয়ে বাকি বিশ্বের সাথে তাল মেলাতে পারি, সেজন্যই আমাদের প্রোগ্রামিং জানা জরুরি।
আমাদের পরিচিত বুদ্ধিমান যন্ত্রগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কম্পিউটার ও মোবাইল।
কি দারুণ ব্যাপার!
আমরা ঘুরতে-ফিরতে ইন্টারনেটে ঢুকে সারাদুনিয়ার সাথে যোগাযোগ রাখছি। এককালে যেকোন গানবাজনা শুনতে ক্যাসেট কিনতে হতো, অথচ এখন ইউটিউব রুচি বুঝে খুঁজে খুঁজে দিচ্ছে সে ধরণের গান। শ্রেণীকক্ষে শিক্ষকের লেকচার না বুঝলেও ইন্টারনেট আছে।
এই ধরণের সুবিধাগুলি আমাদের জীবনযাপনকে সহজ করে দিচ্ছে ঠিকই , কিন্তু কম্পিউটারের ব্যবহার শুধু এখানেই থামিয়ে রাখলে চলবে না। কম্পিউটারের সৃষ্টি হয়েছিল জ্ঞান - বিজ্ঞানের অগ্রযাত্রাকে আরেকটু এগিয়ে নিতে।
প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকা বড় বড় রাস্ট্রগুলি সেই অগ্রযাত্রায় শামিল হয়ে আজ পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, আমাদের লক্ষ্য হওয়া উচিত তাঁদের সাথে পা মিলিয়ে সেই উদ্দেশ্যের পথে এগুনো।
এবং সেই পথে পা রাখতে আমাদের প্রোগ্রামিং অবশ্যই জানতে হবে।
এতক্ষণ তো জানলাম প্রোগ্রামিং কেন করব।
কিন্তু প্রোগ্রামিং এর শুরুটা করব কিভাবে?
সে কারণে জানতে হবে, প্রোগ্রামিং কি?
সে সম্পর্কিত আর্টিকেলটি পড়তে যেতে হবে এখানে




I don't understand, please can you write in english
ReplyDelete